২১ নভেম্বর, ২০১৯ ১৮:০৩
ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচিতে বক্তারা

মাস্ক হোক বায়ু দূষণের বিরুদ্ধে গণসচেতনার প্রতীক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

মাস্ক হোক বায়ু দূষণের বিরুদ্ধে গণসচেতনার প্রতীক

এই শুষ্ক মৌসুমে রাস্তাঘাটে প্রচুর ধুলাবালি থাকে। যা নিশ্বাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করলে নানা রোগে আক্রান্ত হওয়া সম্ভাবনা বেশি। তাই এ শুস্ক মৌসুমে সবারই মাস্ক ব্যবহার উচিত। আর এই মাস্ক হোক বায়ু দূষণের বিরুদ্ধে গণসচেতনতার প্রতীক। বায়ু দূষণ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদাতাদের একটি সংগঠন ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। 

বুধবার বিকালে সংগঠনের উদ্যোগে নগরীর শাহ্ আমানত কর্ণফুলী সেতু সংলগ্ন বিভিন্ন এলাকায় ফ্রি মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। পথচারিদের মধ্যে প্রায়ই এক হাজার মাস্ক ও সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়।

ইঞ্জিনিয়ার আরিফ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার রবিন এরশাদ, ব্যাংকার আবদুল্লাহ আল মুমিন, সংগঠক রিদোয়ান, মামুন, ইউনুস, নাঈম প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ওয়াসা, সিটি কর্পোরেশনকে রাস্তার উন্নয়ন কাজ দ্রুত শেষ করা উচিত। তাছাড়া যতদিন পর্যন্ত উন্নয়ন কাজ শেষ হবে না, ততদিন পর্যন্ত ধুলাবালি জনিত দুর্ভোগ থেকে পথচারীদের রক্ষায় প্রকল্প এলাকায় পানি ছিটানোর আহ্বান জানায়।  

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর