কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই, দেশে চারিদিকে বিশৃংখলা চলছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য, শেয়ারবাজার, ব্যাংক, পরিবহন সেক্টর কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই। জনগণের নিরাপত্তা নেই, নারী শিশুদের উপর নির্যাতন ভয়াবহ আকারে পৌঁছেছে।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের সুরক্ষা দেয়া। দ্রব্যমূল্যের এই যে ঊর্ধ্বগতি এতে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। কোন কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণ তখন থাকতো যদি জনগণের কাছে ভোট চাইতে হতো।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার দেশকে আজ মাকাল ফলে পরিণত করেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কেন্দ্র থেকে কঠিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে হবে।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, এড. আবদুস সাত্তার, হাজী মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন জিয়া, নাজিমুর রহমান, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, আশ্রাফ চৌধুরীম, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার