চট্টগ্রামে গুলিবিদ্ধ অবস্থায় ফজলুল হক ফজু নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, নিহত ফজুর বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, নিজেদের মধ্যে কোন্দলের জেরে এ খুনের ঘটনা ঘটে।
মীরসরাই থানার ওসি জাহেদুল কবির বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গুলিবিদ্ধ অবস্থায় ফজুর লাশ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে তিনটি ডাকাতি মামলা রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত ছিল নিহত ফজু।
ওসি’র বলেন- ধারণা করছি ডাকাতি মালামাল ভাগাভাগিকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে এ খুনের ঘটনা ঘটেছে। এ খুনের নেপথ্য কারণ খুঁজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার