চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে ডরিন তিশা গোমেজ (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটে। ডরিন তিশা গোমেজ পেশায় শিক্ষিকা।
আজ শুক্রবার সকাল সোয়া ১১ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিশার মৃত্যু হয়।
গত ১৭ নভেম্বর চট্টগ্রামের পাথরঘাটা এলাকার একটি ভবনের নিচতলায় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ভবনের একাংশের দেয়াল ধসে পড়ে। এ ঘটনায় ঘটনাস্থলে ৭ জন নিহত হন। আহত হন ১০ জন।
সকাল ৯টার দিকে পাথরঘাটা এলাকার ব্রিক ফিল্ড রোডের ধনা বড়ুয়ার পাঁচতলা ভবনের নিচতলায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ হয়।
বিডি প্রতিদিন/ফারজানা