চট্টগ্রামে গ্যাসলাইন বিস্ফোরণে আহত স্কুল শিক্ষিকা ডরিন তিশা গোমেজের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডরিনকে মৃত ঘোষণা করেন।
এ নিয়ে নগরীর পাথরঘাটায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল আটে। নিহত ডরিন নগরীর সেন্ট জনসন গ্রামার স্কুলের জুনিয়র শিক্ষক ছিলেন।
চমেক হাসপাতালের পুলিশ কন্ট্রোল রুমে পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, ডরিন দুর্ঘটনার পর থেকে চমেক হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ডরিনের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন ডরিন রিকসায় করে স্কুলে যাচ্ছিল। বিস্ফোরণের কারণে দেয়াল ভেঙে ডরিনের গায়ের উপর পড়ে। এতে গুরুত্বর আহত হন। ঘটনার পর থেকেই তিনি আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।
প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর সকালে নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিনই সাত জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ১০ জন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ