৪ ডিসেম্বর, ২০১৯ ১৬:৪৯

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মেয়রের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা মেয়রের

চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। বুধবার দুপুরে চসিক মিলনায়তনে নিহত ৮ জনের পরিবারকে প্রতিজনের জন্য এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়।

একই সময় পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন বালির পক্ষ থেকেও প্রতি পরিবারকে ৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ইসমাইল হোসেন বালি, হাসান মুরাদ বিপ্লব, চসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) সুদীপ বসাক, আইটি অফিসার ইকবাল হাসান প্রমুখ।    

সিটি মেয়র বলেন, ‘একটি দুর্ঘটনা অপূরণীয় ক্ষতি। সব কর্তৃপক্ষের পাশাপাশি ভবন মালিক ও ভাড়াটিয়াদের গ্যাস, বিদ্যুতের লাইনে লিকেজ আছে কিনা নিয়মিত তদারকি করতে হবে। ব্যবহারকারীরা সচেতন হলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। সবাইকে সব দুর্ঘটনা সম্পর্কে সচেতন ও সতর্ক থাকা জরুরি।’

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের বড়ুয়া ভবনে গ্যাস লাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে দু’টি ভবনের দেয়ালের একাংশ ধসে পড়ে ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়।   

বিডি প্রতিদিন/এ মজুমদার/ রেজা মুজাম্মেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর