৯ ডিসেম্বর, ২০১৯ ২২:০৭

ভাইরাল হওয়া ভিডিও দেখে ৫ ছিনতাইকারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ভাইরাল হওয়া ভিডিও দেখে ৫ ছিনতাইকারী গ্রেফতার

ফেসবুকে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ভিডিও দেখে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে ডবলমুরিং থানাধীন দেয়ানহাট ওভার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ছিনতাই চক্রের হোতা হালিম ও তার চার সহযোগী মো সুমন, মো. আরিফ, মো. জুয়েল এবং জাহেদুল ইসলাম। 

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, কয়েকদিন আগে ছিনতাই হওয়া একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হল। এ ভিডিও নজরে আসার পর তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে এ চক্রের হোতা হালিমকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি এলজি ও তিনটি ছোরা উদ্ধার করা হয়।

ওসি বলেন, গ্রেফতার হওয়া ছিনতাইকারীরা মুলত চলন্ত গাড়ি থেকে মোবাইল ছিনতাই করে। তারা সন্ধ্যার পর নগরীর ধীরগতিতে গাড়ি চলে এমন পয়েন্ট অবস্থান নেয়। সুযোগ বুঝে যাত্রীর কাছ থেকে মোবাইল নিয়ে পালিয়ে যায়। 

বিডি প্রতিদিন/সেলিম/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর