১০ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৪

'শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি'

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

'শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি'

‘চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জারিকৃত গণবিজ্ঞপ্তি প্রকাশের পরও শিক্ষা প্রতিষ্ঠানের একশ' গজের মধ্যে তামাকপণ্যের বিক্রয়, বিজ্ঞাপন ও প্রদর্শন বন্ধ হচ্ছে না। এক্ষেত্রে সিটি কর্পোরেশনের নিয়মিত তদারকি প্রয়োজন। একই সঙ্গে দরকার মানুষের সচেতনতা বৃদ্ধি। আমরা মনে করি, শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সিটি করপোরেশনের জারিকৃত গণবিজ্ঞপ্তি বাস্তবায়ন করা জরুরি।’

মঙ্গলবার দুপুরে নগরের হাজেরা তজু ডিগ্রী কলেজ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন হাজেরা তজু ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মো. কুতুব উদ্দীন। বক্তব্য রাখেন হাজেরা তজু ডিগ্রী কলেজের সহযোগি অধ্যাপক মো. অহিদুল আলম, ক্যাব এর চান্দগাঁও শাখার সভাপতি মো. জানে আলম, শিক্ষাবিদ মো. সেলিমুজ্জামান মজুমদার, মর্জিনা কাউসার, লায়ন অধ্যাপক মিলটন কুমার নাথ প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা তামাকমুক্ত চট্টগ্রাম নগরী গড়ার দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড উপস্থাপন করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর