চট্টগ্রাম সিটি কর্পোশেন (চসিক) পরিচালিত মিডওয়াইফারি ইনস্টিটিউটে তিনবছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স চালুর অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ নার্সিং কাউন্সিল ও মিডওয়াইফারি কাউন্সিলের নির্বাহী কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব ইশরাত জামান স্বাক্ষরিত এক পরিপত্রে এ অনুমোদন দেয়া হয়। আগামী ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা যাবে। তবে অনুমোদনের ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়।
শর্তের মধ্যে আছে, কর্মরত নার্স-শিক্ষকদের রেজিস্ট্রেশন সনদ অবশ্যই হালনাগাদ/নবায়ন রাখা, বিএনএমসির ভর্তি নীতিমালা যথাযথভাবে অনুসরণ, লাইব্রেরিতে দেশি-বিদেশি আধুনিক মিডওয়াইফারি বিষয়ক বই, জার্নাল ও ম্যাগাজিনের সংখ্যা বৃদ্ধিকরণ, আধুনিক উপকরণ সমৃদ্ধ মিডওয়াইফারি ল্যাব তৈরি।
চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ‘১৯৯৯ সালে দেড় বছর মেয়াদী মিডওয়াইফারি ইনস্টিটিউট চালু করা হয়। এখন তিন বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্সে ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তি করা যাবে। মা, নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় কোর্স সম্পন্ন করা শিক্ষার্থীরা অবদান রাখতে পারবে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন