চট্টগ্রামের রাউজান উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কে সজীব মুৎসুদ্দি (১৯) নামের এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত সজীব পাহাড়তলি ইউনিয়ন ছাত্রলীগের অর্থ সম্পাদক এবং ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র। তিনি মহামুনি গ্রামের সত্যজিৎ মুৎসুদ্দির ছোট ছেলে। সজীব দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট। এ ঘটনায় আহত হয়েছেন অর্ণব বড়ুয়া (১৮) নামের এক আরোহীও।
গত সোমবার রাতেই উক্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান রাউজান থানার উপ পরিদর্শক (এসআই) নুর নবী। এখন স্বজনদের হাতে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া চলছে।
রাউজান থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টার দিকে হাফেজ বজলুর রহমান সড়কে পাহাড়তলি ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে সড়ক সংস্কার কাজের গর্তে পড়ে গুরুতর আহত হন সজীব ও অর্ণব। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সজীবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অর্ণব চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার /সাইদুল ইসলাম