দেশের অন্যতম প্রতিনিধিত্বশীল আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জ ১৭ বছরপূর্তি শেষে ১৮-এ পদাপর্ণ করেছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির জয়নুল আর্ট গ্যালারিতে শুভেচ্ছা আড্ডা, স্মৃতিচারণ ও সঙ্গীত পরিবেশনে মিলিত হয়েছেন দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক, নাট্যজন, সঙ্গীত ও আবৃত্তিশিল্পীরা।
শুরুতে সঙ্গীতশিল্পী মোস্তফা কামালের পরিচালনায় উচ্চারকের ‘থিমসং’ পরিবেশনের মধ্যদিয়ে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন উপস্থিত সুধীজন।
উচ্চারক সভাপতি ফারুক তাহের ও সাধারণ সম্পাদক মৌসুমী চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানস্থল মুখর করে তোলেন আমন্ত্রিত সুধীজন, উচ্চারক পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উচ্চারককে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক এজাজ ইউসূফী, কবি আকতার হোসাইন, কবি ভাগ্যধন বড়ুয়া, নাট্যজন জাহাঙ্গীর কবির, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকক সাইফুল আলম বাবু, কবি মনজুর আহমেদ, জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, সংস্কৃতিকর্মী সজল চৌধুরী, সাইফুল ইসলাম, অধ্যাপক সুবীর মহাজন, আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, মুজাহিদুল ইসলাম, সুপ্রিয়া চৌধুরী, অসীম দাশ, রাজনীতিক ও নারীনেত্রী শাহেদা আকতার, লায়ন আর. কে. রুবেল, সঙ্গীতশিল্পী সোমা বড়ুয়া, আবৃত্তিশিল্পী ঐশী পাল, সাহিত্য পাঠচক্রের আসিফ ইকবাল প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীতশিল্পী শ্রেয়শী রায়। আব্বাসউদ্দীনের গান পরিবেশন করেন শিল্পী আবদুর রহিম, বাউল আঙ্গিকের গান পরিবেশন করেন ফকির সাগর মণ্ডল, স্বপন মজুমদার। পুরনো দিনের এবং আধুনিক গান পরিবেশন করেন শিল্পী মোস্তফা কামাল, মৌসুমী চক্রবর্তী, পিংকী শীল, নূরনবী, দেবপ্রিয় ভট্টাচার্য, ইকরা বিনতে বিল্লাহ। আবৃত্তি পরিবেশন করেন উচ্চারক সদস্য মন্দিরা বিশ্বাস, দিপা দাশ।
বিডি প্রতিদিন/ফারুক/আরাফাত