চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় সাড়ে ৭ হাজার পিস ইয়াবাসহ দুই বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তারা হলেন সান এবং রিচার্ড। তারা পশ্চিম আফ্রিকার দেশ ঘানার নাগরিক।
শুক্রবার রাতেই নগরীর শাহ আমানত ব্রিজ এলাকা থেকে আটক করে বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। মামলা শেষে তাদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব/সাইদুল