চট্টগ্রাম নগরীর ইপিজেড’র একটি পোশাক কারাখানার লিফট ছিঁড়ে আব্দুল মান্নান (৩৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান ইপিজেড থানার ৪১ নম্বর ওয়ার্ডের ওয়াহাব চৌধুরী পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। তিনি ওই কারখানায় জুনিয়র অপারেটর পদে কমর্রত ছিলেন।
জানা গেছে, কারখানার দোতলা থেকে নিচে নামার সময় লিফটের তার ছিঁড়ে যায়। এ সময় লিফটের ভেতরে থাকা মান্নান গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন