২২ সেপ্টেম্বর, ২০২০ ২০:৫২

কক্সবাজারে ২৮ প্রতিবন্ধীর মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

আয়ুবুল ইসলাম, কক্সবাজার

কক্সবাজারে ২৮ প্রতিবন্ধীর মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ

সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের আওতায় অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা-সহায়তার চেক বিতরণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। ২৮ জন প্রতিবন্ধীর মাঝে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২ লাখ ৮০ হাজার টাকার চিকিৎসা-সহায়তার চেক বিতরণ করা হয়। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন পরিচালিত বিশেষায়িত স্কুল অরুনোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে সবসময় রয়েছেন। আর প্রধানমন্ত্রীর সুযোগ্যকন্যা সায়মা ওয়াজেদ তাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া সকলকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পাশে থাকার আহ্বান জানান জেলা প্রশাসক। 

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলি বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সফিউদ্দিন সফি। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. তৈয়ব আলীসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, অরুণোদয়ের শিক্ষক-শিক্শিকা চিকিৎসকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর