চট্টগ্রামে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই মাদক ব্যবসায়ীর নাম দীপক দাশ। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। রবিবার রাতে জেলার চট্টগ্রাম-কক্সবাজারের লোহাগাড়া থানাধীন চুনতি ফরেস্ট অফিসের নামে এ অভিযান চালায় লোহাগাড়া থানা পুলিশ।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, কক্সবাজার থেকে ইয়াবার বড় একটি চালান আসছে এ তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া অংশে অভিযান চালানো হয়। অভিযানে একটি প্রাইভেট কারে তল্লাশী করে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সাথে গ্রেফতার করা হয় মাদক চক্রের অন্যতম হোতা দীপক দাশকে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, ‘দীপক অভিন্ন পদ্ধতি অনুসরণ করে আগেও একাধিকবার কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে বিভিন্ন জায়গার পাচার করেছে। এবারও একই কায়দায় ইয়াবা পাচার করতে গিয়ে গ্রেফতার হন। তাদের এ বিষয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে। তাই রিমান্ড আবেদন করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার