চট্টগ্রাম নগরীর নিউমুরিং তক্তারপুল এলাকার এমপিবি গেইট থেকে নেভি গেইট পযর্ন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ১ একর জায়গা উদ্ধার করা হয়েছে। এখানে প্রায় এক’শ ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সোমবার সকালে বন্দরের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর নেতৃত্বে অভিযানে অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ২০ জন শ্রমিক ও ১১ জন আনসার অংশ নেন।
মুহাম্মদ শিহাব উদ্দিন বলেন, এই উচ্ছেদ নিয়মিত হয়ে আসছে। বন্দরের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার