চট্টগ্রাম কাস্টম হাউসে এক সিঅ্যান্ডএফ কর্মচারীকে লাঞ্ছিত করার ঘটনার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছেন সিঅ্যান্ডএফ কর্মচারীরা।
সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে শুল্কায়ন শাখায় একজন রাজস্ব কর্মকর্তা সিঅ্যান্ডএফ কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে তাৎক্ষণিক কাজ বন্ধ রেখে প্রতিবাদ সমাবেশ করা হয়।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু বলেন, সিঅ্যান্ডএফ এজেন্টের কোনো কর্মচারীর গায়ে হাত তোলা মানে আমার গায়ে হাত তোলা। আমরা চট্টগ্রাম থেকেই সবচেয়ে বিশি রাজস্ব দিয়ে থাকি। এক্ষেত্রে সিঅ্যান্ডএফ ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীদের যে অবদান রয়েছে, তা কেউ অস্বীকার করতে পারবে না।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন বলেন, আমরা হয়রানির শিকার হচ্ছি। হয়রানির নিত্যনতুন কৌশল আবিষ্কার করা হচ্ছে। প্রতিদিন চালান লক করা হচ্ছে। আমাদের বক্তব্য স্পষ্ট, শতভাগ চালান পরীক্ষা করেন কোনো আপত্তি নেই। হয়রানি করা যাবে না। যে চোর, জালিয়াত তাদের সঙ্গে আমাদের সম্পর্ক নেই। পেপার সাবমিট করার সঙ্গে সঙ্গে বলা হয়, মূল্য কম। ডেলিভারিতে বলা হয়, পণ্য বেশি আছে। এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে।
অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু সোমবার সন্ধ্যায় বলেন, শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাজ বন্ধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাস্টম হাউসের কমিশনারের সঙ্গে আলোচনায় বসেছি। দীর্ঘ আলোচনা শেষে একটা সমঝোতায় আসতে পেরেছি। তবে আমাদের প্রায় ৫ ঘণ্টা কাজ বন্ধ রেখেছি।
বিডি প্রতিদিন/এমআই