চট্টগ্রামে দীর্ঘ চারমাস ধরে নিখোঁজ থাকা প্রান্ত ভট্টাচার্য্য অনিককে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার। আজ বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অনিকের বাবা প্রদীপ কুমার ভট্টাচার্য্য হস্তক্ষেপ করেন।
অনিকের বাবা প্রদীপ কুমার ভট্টাচার্য্য বলেন, ‘দীর্ঘ চারমাস অতিক্রান্ত হয়ে গেলেও একমাত্র ছেলেকে ফিরে না পেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছি। একটি রাতও একা বাহিরে না কাটানো ছেলেটি চার মাস ধরে নিখোঁজ।’
তিনি বলেন, চট্টগ্রামে করোনা পরিস্থিতি ও লকডাউন শুরুর পর থেকে কোনোদিন বাসা থেকে বের হয়নি প্রান্ত। সেদিন ‘একটু নিচ থেকে আসি’ বলে বের হয়ে আর ফিরে আসেনি। যাওয়ার সময় টাকা বা তার ব্যবহৃত মোবাইল ফোনও সঙ্গে নিয়ে যায়নি।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে পাথরঘাটার ইকবাল রোডের ফাতেমা মঞ্জিল থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে প্রান্ত। এ ব্যাপারে কোতোয়ালী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। এছাড়া পিবিআই, ডিবি, র্যাব-৭ এর কার্যালয়েও অভিযোগ করেছে পরিবার।
বিডি প্রতিদিন/আবু জাফর