চট্টগ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোহসিনুল করিম ইরফান, আব্দুর রহিম জিসান, মঈনুল হাসান হারে এবং মো শাওন। অভিযানে তাদের কাজ থেকে একটি বিদেশী তৈরি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক মাহমুদুল হাসান মামুন বলেন, বৃহস্পতিবার রাতে বিবিরহাট এলাকায় নিয়মিত টহল দেয়ার সময় দু'টি মোটরসাইকেলে করে গ্রেফতারকৃতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পরে তাদের দেহ তল্লাশী করে একটি বিদেশী অস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। গ্রেফতার হওয়া মোহসিনুল করিম ইরফানের বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাই এবং মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ