সিআরবির জোড়া খুনের অন্যতম আসামি ও কিশোর গ্যাং লিডার সাইফুল আলম লিমনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তাকে আটক করা হলেও শুক্রবার তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সজল দাশ নামে একজনকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপকমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, আদালত প্রাঙ্গনে সুদীপ্ত হত্যা মামলার আসামি মোক্তারকে মারধরের ঘটনায় জিজ্ঞাসাবাদ করতে লিমনকে আটক করা হয়। ওই ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় লিমনকে গ্রেফতার দেখানো হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ সহযোগী সজল দাশকে গ্রেফতার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুই জনকে আসামি করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, সাইফুল আলম লিমনের বিরুদ্ধে চাঁদাবাজি, রেলওয়েতে টেন্ডারবাজি, খুনসহ নানান অভিযোগ রয়েছে। তিনি ২০১৩ সালে সিআরবির জোড়া খুনে চার্জশিটভুক্ত আসামি।
বিডি প্রতিদিন/আল আমীন