বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনা মুক্ত হয়েছেন। শুক্রবার সকালে তাঁর চতুর্থ দফায় দেয়া করোনা নমুনার ফলাফল নেগেটিভ আসে।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, বৃহস্পতিবার চতুর্থ বারের মত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নমুনা সংগ্রহ করে সিএমএইচ কতৃর্পক্ষ। শুক্রবার সকালে করোনা নমুনার ফলাফল নেগেটিভ রিপোর্ট আসে। তিনি শিগগির হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় হোম কোয়ারেন্টিনে থাকবেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর হঠাৎ জ্বর আসলে করোনা পরীক্ষা করান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ফলাফল পজেটিভ আসলে তিনি নগরীর একটি হাসপাতালে ভর্তি হন। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল