পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় প্রতারণার অভিযোগে জসিম উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ। গ্রেফতার হওয়া জসিম চন্দনাইশ উপজেলার দোহাজারি এলাকার বাসিন্দা।
পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, গত রবিবার সরাইপাড়া এলাকার একটি দোকান থেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে সাড়ে পঞ্চাশ হাজার টাকা মূল্যের স্বর্ণ ক্রয় করে জসিম। এসময় ২০ হাজার টাকা নগদে দেয় বাকি টাকার একটি চেক দেয়। পরে তার প্রতারণার বিষয়টা বুঝতে পেরে দোকান মালিক থানায় এসে অভিযোগ করেন। এরপর অভিযান চালিয়ে জসিমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি, চেক বই, কয়েক জনের নামে তৈরি করা আইডি কার্ড জব্দ করা হয়।
ওসি বলেন, জসিম একজন পেশাদার প্রতারক। সুযোগ বুঝে নানা রকম পন্থায় সে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার