চট্টগ্রামে ঠুনকো ঘটনার জের ধরে বন্ধুর হাতে মো. মাহবুব নামে এক রিক্সা চালক খুন হয়েছেন। রবিবার গভীর রাতে নগরীর পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুব ফরিদপুর জেলার পীরেরচর এলাকার সাহেব আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরীতে রিক্সা চালাতেন।
সিএমপি’র পাহাড়তলী থানার ওসি হাসান ইমাম বলেন, ঠুনকো ঘটনার জের ধরে মাহবুবের সাথে এক বন্ধুর কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে। ঘটনার পর পর পালিয়ে যায় হামলাকারী। তাকে গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার