চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়া হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লাল রং মিশ্রিণের দায়ে ৬ মণ সামুদ্রিক মাছ ধ্বংস করা হয়েছে। সোমাবার দুপুর ১.৩০টা থেকে ২.৩০টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন পরিচালিত অভিযানে মাছগুলো ধ্বংস করা হয়। এর আগে ইসলামিয়া হাটে কতিপয় অসাধু ব্যবসায়ী প্রতি শুক্র এবং সোমবার বাজারের দিন মাছে রং মিশিয়ে বিক্রি করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার অভিযান করেন।
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অবহিত হয়ে দুপুর ১২টার পর থেকেই বাজারে নজর রাখে ভ্রাম্যমাণ আদালত। মাছে রং মেশানো শুরু করা মাত্রই ভ্রাম্যমাণ আদালত হাতেনাতে ধরে ফেলে। আদালত দেখতে পায় সামুদ্রিক মাছে লাল কাপড়ের রং মেশানো হচ্ছে। সামুদ্রিক মাছে ক্ষতিকর রং মিশিয়ে বিক্রি করলে ক্রেতারা প্রতারিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ৬ মণ সামুদ্রিক মাছ ধ্বংস করে। তবে মাছে রং মিশ্রণকারী কর্মচারীর বয়স ১৮ এর কম হওয়ায় তাকে সাজা দেওয়া যায়নি।’
বিডি প্রতিদিন/এ মজুমদার