চট্টগ্রামের রাউজান থানার গহিরা ও কদলপুর ইউনিয়ন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার পুলিশ মরদেহ উদ্ধার করেছেন বলে জানান রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন।
তিনি বলেন, গহিরা ইউনিয়নের ৭ নম্বর দলইনগর ওয়ার্ডের একটি পুকুরে ভাসমান অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৩০-৩২ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণে জানার চেষ্টা চলছে।
অন্যদিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খালের পাশের একটি বাগান থেকে জালাল আহমেদ (৭০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমর পাড়া এলাকার তানজীল আহমেদের ছেলে।
বিডি প্রতিদিন/আবু জাফর