চুরি হওয়া বাইসাইকেল ফেরত দেয়ার কথা বলে অহরণের অভিযোগ উঠেছে কৃষ্ণ সরকার নামে এক গামেন্টেস কর্মীকে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মো. লিটন নামে একজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ভোর রাতে নগরীর বাকলিয়া থানাধীন কালাম কলোনীতে এ অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া লিটন একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ চাঁদাবাজি, ছিনতাইয়ের নানান বিভিন্ন অভিযোগ রয়েছে।
বাকলিয়া থানা ওসি নেজাম উদ্দিন বলেন, কয়েকদিন আগে কৃষ্ণ সরকারের বাই সাইকেল চুরি হয়। পূর্বপরিচিত লিটন চুরি হওয়া বাইসাইকেল উদ্ধারের কথা বলে চকবাজার এলাকার বদি আলমের খামার বাড়িতে নিয়ে যায় কৃষ্ণকে। ওইখানে যাওয়ার সাথে সাথে তাকে জিম্মি করে পরিবারের কাছে ২০ হাজার টাকা দাবি করে। এ বিষয়ে কৃষ্ণর বোন থানায় অভিযোগ করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে পুলিশ। এসময় লিটনকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার