চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান।
তিনি বলেন, মঙ্গলবার নগরীর কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবাসহ আনসারুল্লাহ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় দিল বাহার নামে একজনকে। তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
একই থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তপন চন্দ্র মহন্ত নামে আরেক মাদক ব্যবসায়ীকে। তার কাছ থেকে ২৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই উপ-পরিচালক।
বিডি প্রতিদিন/এমআই