নেশার টাকার জন্য এক শিশু ব্লেড দিয়ে গলা কেটেছে রায়হান নামে আরেক শিশুর। মর্মান্তিক এ ঘটনার শিকার শিশু রায়হান আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার মাত্র এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত হেলালকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানাধীন কাটাপাহাড় লেন এলাকার টিএন্ডটি পাহাড়ে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ঘটনার অভিযুক্ত হেলাল ও আহত শিশু রায়হান দুই শিশুই বন্ধু। তারা দুই জনই ‘গাম’ নামে এক ধরণের সলিউশন নিয়ে নেশা করে। মঙ্গলবার সকালে দুই জনই পাহাড়ের চুড়ায় নেশা করতে যায়। এসময় গাম কেনা বাবদ ১শ টাকা চায় রায়হানের কাছে। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে হেলাল সাথে ব্লেড দিয়ে রায়হানের গলা কেটে পালিয়ে যায়। দায়িত্বরত ট্রাফিক পুলিশ রায়হানকে দেখে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে হেলাল পালিয়ে গেলেও এক ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।
ওসি বলেন, ‘আহত শিশু রায়হানকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তার জন্য প্রচুর রক্তের প্রয়োজন। এরই মধ্যে পুলিশ রক্তেরও ব্যবস্থা করেছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার