বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন দায়িত্ব নিয়ে সকল বিভাগের প্রধান ও দায়িত্বশীলদের সাথে বৈঠক করেছেন। এতে স্ব স্ব দায়িত্বশীলদের কাজে আরো গতিশীল ও যাত্রীসেবার মান বৃদ্ধিসহ সরকারের নানাবিধ চলমান প্রকল্পগুলোর সঠিকভাবে দেখভালের জন্য আহবান জানান।
তাছাড়া রেলওয়ের মধ্যে কোন ধরণের অনিয়ম, দূর্নীতি না হয়, সেই দিকে কঠোর সর্তকতার পাশাপাশি হুশিয়ারীও দেয়া হয়েছে। তবে স্ব স্ব দায়িত্বশীলরা আন্তরিকতার সাথে কাজ করছেন বলেও মন্তব্য করেন নতুন দায়িত্বপ্রাপ্ত জিএম।
অন্যদিকে রেলপথ মন্ত্রনালয়ের সচিব কামাল রেজার সভাপতিত্বে রেলভবনের সম্মেলন কক্ষে কন্টেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর ২৫ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামসুজ্জামান, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন) সরদার শাহাদাত আলীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল