বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে এবারের মুক্তিযুদ্ধের বিজয় মেলা সংক্ষিপ্ত পরিসরে আয়োজন করা হয়েছে। মাসব্যাপী আয়োজনের পরিবর্তে চারদিনের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে বিজয় মেলা। বুধবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে আয়োজিত মুক্তিযোদ্ধের বিজয় মেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ। উপস্থিত ছিলেন বিজয় মেলার কো- চেয়ারম্যান নঈদ উদ্দিন চৌধুরী, হাসিনা মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, ফরিদ মাহমুদ, প্রদ্বীপ খাস্তগীর, শেখ নাছির আহমেদ, শ্রমিক স্কোয়ার্ড সদস্য সচিব আবুল হোসেন আবু, দেলোয়ার হোসেন দেলু, হাবিবুর রহমান তারেক, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাকারিয়া দস্তগীর প্রমুখ।
লিখিত বক্তব্যে মোহাম্মদ ইউনুচ বলেন, ‘করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিজয় মেলার আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে থাকবে আজ ১০ ডিসেম্বর বিকাল ৩টায় এমএ আজিজ স্টেডিয়াম গোলচত্ত¡র সম্মুখে মুক্তিযুদ্ধের শিখা প্রজ্জ্বলন, জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ১৫ ডিসেম্বর বিজয় মেলার প্রয়াত চেয়ারম্যান ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভা এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের আলোচনা সভার মাধ্যমে শেষ হবে এবারের বিজয় মেলা।’
সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধের বিজয় মেলা ইতোপূর্বে অসংখ্য স্বার্থক অনুষ্ঠান আয়োজন করেছে। চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে মৃৎ ও কুটির শিল্প, পাটজাত দ্রব্যসহ পণ্য মেলার আয়োজন করতো। এবার করোনা সংক্রমণ থেকে আগাম সতর্ক থাকতে এই আয়োজনগুলো বর্জন করা হল। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমুলক আলোচনা অনুষ্ঠান ছিল সবচেয়ে আকর্ষণীয় আয়োজন। এছাড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, বিজয়ের বইমেলা, চিত্র প্রদর্শনী, শিখা প্রজ্জ্বলন, বর্ণাঢ্য বিজয় র্যালি, নারী-ছাত্র-যুব-মুক্তিযোদ্ধা সমাবেশসহ নানা বর্ণিল আয়োজন।
বিডি প্রতিদিন/এ মজুমদার