চন্দনাইশের দোহাজারী ও সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন হচ্ছে পিতা-পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী এলাকায় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস কক্সবাজারগামী মোটরসাইকেলকে চাপা দিলে মোটর সাইকেল চালক পিতা সাইফুল ইসলাম (৩৮), তার ছেলে মোহাম্মদ জাবেদ (১২) ঘটনাস্থলেই নিহত হন।
এ সময় গুরুতর আহত হন সাইফুল ইসলামের স্ত্রী ডলি আকতার (২৮)। তাদের বাড়ি লোহাগাড়া উপজেলার পূর্ব লোহাগাড়া হাজীরপাড়ায়। দোহাজারী হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। আহত ডলি আকতারকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় নিহত মোটরসাইকেল চালকের নাম আরাফাত (২৬)। রোববার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
নিহত আরাফাত নোয়াখালীর চরজব্বর এলাকার নুরুন্নবীর ছেলে বলে জানা গেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার এসআই আলমগীর জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে আঘাতের কারণে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর