চট্টগ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দুপুরে নগরীর কোতোয়ালী থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, রবিবার দুপুরে নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী এলাকায় অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে আড়াই হাজার পিস ইয়াবাসহ মো জাবেদ নাকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। একই থানাধীন নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ আবদুল হান্নান নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার কেসিদে রোড এলাকায় অভিযান চালিয়ে ৩২শ ৫০ পিস ইয়াবাসহ জসিম জমাদ্দার নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার