করোনার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বছরের ২৭ জানুয়ারি।
আজ সোমবার কমিশন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই কথা জানান।
ইসি সচিব জানান, সিটির সাধারণ ওয়ার্ড ৩০, ৩৭, ৪০ এবং সংরক্ষিত ওয়ার্ড ৬ এর প্রার্থীর মৃত্যুর কারণে এসব ওয়ার্ডে পুনরায় তফসিল হবে, তবে যারা প্রার্থী আছেন তারা বহাল থাকবেন তাদের আর নতুন করে মনোনয়ন জমা দিতে হবে না। ভোটগ্রহণ একসাথে ২৭ জানুয়ারিতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত