জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট ‘স্বেচ্ছাসেবা সপ্তাহ ক্যাম্পিং’র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে জিইসি মোড় এলাকায় কার্যক্রমের উদ্ধোধন করেন সিএমপি কমিশনার সালেহ মো. তানভীর। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মো. সফিকুর রহমান, কর্ণফুলী রেজিমেন্টের রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর মো. শরীফুজ্জামান প্রমুখ।
পরে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে জিইসি মোড় হয়ে জমিয়তুল ফালাহ কেন্দ্রীয় মসজিদ, ওয়াসার মোড় পর্যন্ত কোভিড-১৯ প্রতিরোধে একটি গণসচেতনতামূলক র্যালি বের করা হয়। এছাড়া জনসাধারণ ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। কর্ণফুলী রেজিমেন্টের অধীনস্থ ১৩ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে উক্ত র্যালি ও মাস্ক বিতরণ কার্যক্রমে ১০০ জন বিএনসিসি ক্যাডেট অংশগ্রহণ করেন।
র্যালি শেষে ৫০ জন ক্যাডেট, বিএনসিসি অফিসারবৃন্দ, সামরিক ও বেসামরিক প্রশিক্ষক এবং বেসামরিক কর্মচারীগণ নগরীর আগ্রাবাদস্থ জাম্বুরী মাঠ সরকারী বহুতলা কলোনী এবং চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল এন্ড মেডিক্যাল কলেজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। তাছাড়া সেখানে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধনে ওষুধ ছিটানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার