সেবার মান বৃদ্ধি ও পুলিশের কাজে গতিশীলতা আনতে নানান উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। পুলিশী সেবা নিশ্চিতে থানায় থানায় চালু করা হয়েছে সেবা প্রার্থী পরিদর্শন বই, নাইট রাউন্ড, অভিযোগ ও জিডি মনিটরিং টিম। এসব উদ্যোগের ফলে সিএমপি’তে বাড়ছে পুলিশী সেবার মান।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ‘সেবার মান বৃদ্ধি করতে কিছু উদ্যোগ নেয়া হয়েছে। যার মধ্যে রয়েছে সেবা প্রার্থী পরিদর্শন বই সেবার মূল্যায়ন করা, অভিযোগ ও জিডিগুলো সিনিয়র অফিসারের মাধ্যমে তদারকি করাসহ বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। এসব উদ্যোগের ফলে পুলিশী সেবা আরো নিশ্চিত হবে।’
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘সিএমপি’র প্রত্যেক পুলিশ সদস্যদের কার্যকলাপ মনিটরিং করা হচ্ছে নিয়মিত। এরই মধ্যে দায়িত্ব অবহেলার দায়ের কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।’
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, ‘বর্তমান কমিশনার সেবা প্রার্থীদের পরিদর্শন বই, সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে মামলা ও জিডি মনিটরিংসহ বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এসব উদ্যোগের ফলে পুলিশের কাজে অনেক গতি এসেছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার