দেখতে অভিজাত কোন পরিবারের সন্তান! আচরণও ভদ্র হিসেবে তকমা দেবে যে কেউ। কিন্তু ছদ্মবেশ ধারণ করে অভিজাত্যের আড়ালে ইয়াবা ব্যবসায় তার মূল পেশা। অবশেষ পুলিশের ফাঁদে পা দিয়ে গ্রেফতার হয়েছেন মো. হোসেন এক মাদক ব্যবসায়ী। এসময় তার কাছ থেকে ১৭শ’ ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতার হওয়া ওই ইয়াবা ব্যবসায়ী অভিজাত পরিবারের সন্তান ছদ্মবেশ ধারণ করে ইয়াবা ব্যবসা করে আসছিল। কোট-টাই পরে চলাচলের কারণে তাকে কেউ সন্দহ করতো না। গোপন সূত্রে খবর পেয়ে হোসেন নামে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তার কোটের পকেট থেকে ১৭শ ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ