নারী মুক্তিযোদ্ধা মুধমতি বৈদ্যকে সম্মাননা দিয়েছে অদম্য যুব সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার রাতে মীরসরাই উপজেলার বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন। সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান জনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল বশর, বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি আক্তার হোসেন প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় মীরসরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর