রাত্রিকালীন মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ‘রিফ্রেশমেন্ট কর্নার’ নামে একটি সেবা চালু করেছে পুলিশ। এ সেবার অংশ হিসেবে রাতে গাড়ি চালকদের ঝিমুনি ও ঘুমভাব কাটাতে ফ্রি’তে দেয়া হচ্ছে চা, কপি এবং বিস্কুট। এরই মধ্যে রিফ্রেশমেন্ট কর্নারের সুফল পেতে শুরু করেছে। ফলে আওতাভুক্ত এলাকায় তুলনামূলক ভাবে কমে এসেছে রাত্রিকালীন সময়ের দুর্ঘটনা।
চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘রাত্রিকালীন সময়ে মহাসড়কে দুর্ঘটনা এড়াতে রিফ্রেশমেন্ট কর্নার চালু করা হয়েছে। এটি পুলিশের মানবিক কার্যক্রমগুলোর একটি। প্রাথমিক ভাবে রাঙ্গুনীয় এবং রাউজান এলাকায় এ সেবা চালু হলেও পরবর্তীতে জেলায় এ সেবা চালু করা যায় কি না তা চিন্তা করা হচ্ছে।’
রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ‘এক মাসে আগে রাউজান ও রাঙ্গুনিয়ার কয়েকটি এলাকায় এ সেবা চালু করা হয়। শুরুতে চালকরা সেবা নিতে অনাগ্রহী হলেও এখন তা ব্যাপক সাড়া পড়েছে। বর্তমানে রাউজান ও রাঙ্গুনিয়ার ১১টি স্পটে পর্যায় ক্রমে এ সেবা দেয়া হয়।’
জানা যায়, চট্টগ্রাম-রাঙামাটি এবং চট্টগ্রাম-কাপ্তায় রুটে রাত্রিকালীন সড়ক দুর্ঘটনায় এড়াতে রিফ্রেশমেন্ট কর্নার চালুর পরিকল্পনা করা হয়। ওই পরিকল্পনার অংশ হিসেবে বাস ও ট্রাক ড্রাইভারদের ঝিমুনি এবং ঘুমঘুম ভাব নিয়ে গাড়ি চলানো এড়াতে ফ্রি থেকে চা, বিস্কুট দেয়ার উদ্যোগ নেয়া হয়।
একই সাথে চালকদের মুখ ধোয়ার জন্য দেয়া হয় গরম পানিও। একই সাথে পুলিশের উদ্যোগ তৈরি করা হয়েছে বিশেষ অস্থায়ী বিশ্রামাগার। শুরুতে চালকরা এ সেবা নিতে অনাগ্রহী হলেও এক মাসের ব্যবধানে তা ব্যাপক সাড়া পড়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর