নগরীর ইপিজেড থানার উত্তর পতেঙ্গা এলাকায় মোহাম্মদ আলমগীর প্রকাশ আলমগীর কোম্পানী (৪৫) নামে এক পরিবহন ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে।
আজ শনিবার দুপুরে পুলিশ পতেঙ্গার রিং রোডসংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করেছে। আলমগীর কোম্পানী ওই এলাকার আব্বাস আলী বাড়ির নূর আলীর ছেলে।
ইপিজেড থানার সাব ইন্সপেক্টর সাজেদ কামাল বলেন, উত্তর পতেঙ্গা এলাকায় দুর্বৃত্তের হাতে খুন হওয়া এক ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে তাকে কে বা কারা হত্যা করেছে এখনো জানা যায়নি। লাশের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে নিশ্চিত হওয়া গেছে এটা হত্যাকাণ্ড। পোস্টমর্টেমের পর বিস্তারিত জানা যাবে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর একজন পরিবহন ব্যবসায়ী ও নির্মাণকাজের বালু সরবরাহকারী। ব্যবসায়ীক বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী।
বিডি প্রতিদিন/আবু জাফর