আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে জয়ী হতে হবে। এর জন্য দায়িত্ব নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভোটারের ঘরে ঘরে যেতে হবে।
শুক্রবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনকে কেন্দ্র করে দলীয় মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের এক জরুরি সভায় একথা বলেন তিনি। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এসময় সভাপতিত্ব করেন।
হানিফ বলেন, যারা কেন্দ্রে এজেন্টের দায়িত্বে থাকবেন, তাদের অবশ্যই ইভিএম সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। দলীয় প্রার্থীকে জেতানোর জন্য সবকিছুর দায়িত্ব নিতে হবে মহানগর আওয়ামী লীগের নেতাদের।
এসময় দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, যেসব ওয়ার্ডে বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী রয়েছে, তাদের আগামী তিনদিনের মধ্যে সরে দাঁড়াতে হবে। না হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বহিষ্কার করা হবে।
যে কোনোভাবে তাদের বসিয়ে দিতে হবে। কারণ কাউন্সিলর পদে দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, শুধুমাত্র তারাই নির্বাচন করতে পারবে বলেও জানান তিনি।
সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, রেজাউল ভাইকে জয়ী করার জন্য আমার যা যা করণীয় সবই করবো। রেজাউল ভাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। তার জয় মানে শেখ হাসিনার জয়।
সাবেক মেয়র বলেন, এখন যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সময় নেই। তারপরও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের নিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ ভাইয়ের সঙ্গে বসে নিভৃত করার চেষ্টা করব।
সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিকের প্রশাসক খোরশেদ আলম সুজন, নইম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল ও কোষাধ্যক্ষ আবদুচ ছালামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই