বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক, দৈনিক আজাদীর সাবেক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নাগরিক স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামীকাল রবিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলের দ্বিতীয় তলায় চট্টগ্রাম নাগরিকের উদ্যোগে নাগরিক স্মরণের আয়োজন করা হয়।
এতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানান সংগঠনের আহ্বায়ক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠক রিয়াজ হায়দার চৌধুরী।
উল্লেখ্য, চট্টগ্রামের পেশাজীবী-নাগরিক সমাজের অভিভাবক, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দেশপ্রেমিক রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ খালেদ আমৃত্যু চট্টগ্রামের মানুষের দুঃসময়ের সারথি ছিলেন। বুদ্ধিবৃত্তিক আন্দোলনেও তার অবদান স্মরণীয়।
বিডি প্রতিদিন/এমআই