সরকার ও নির্বাচন কমিশন নিরপক্ষ না হলে নির্বাচন সুষ্ট হবে না বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
শনিবার বিকেলে নগরীর ২৩ নং উত্তর পাঠানঠুলি ওয়ার্ড বিএনপি’র নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও করোন সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুগ্ম সম্পাদক এস এম সাইফুল, আবদুল হালিম শাহ আলম, ইয়াসিন চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, মঞ্জুর আলম চৌধুরী মনজু।
ডা. শাহাদাতের দাবি- ভোটারদের কেন্দ্র বিমুখ হওয়া বিষয়টা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব। তাদের ভোট ডাকাতির কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ট নির্বাচন দিয়ে অন্তত ভোটারদের আস্থা কিছুটা ফেরাতে পারে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন