চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিজয়ী করতে দলীয় নেতা কর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।
রবিবার দুপুরে নগরীর জামাল খান ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।
ডা. শাহাদাত বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। তা না হলে অতীতের মতো এবার নিশ্চিত বিজয় হাতছাড়া হতে পারে।’
মত বিনিময় সভা শেষে ডা. শাহাদাত স্থানীয় কয়েকজন অসুস্থ নেতার খবর নেন। এসময় তার সাথে ছিলেন সিনিয়র যুগ্ম এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী মোহাম্মদ সিরাজুল্লাহ, জিয়াউর রহমান জিয়া, হাজি মোহাম্মদ মহসিন, জমির উদ্দিন নাহিদ, আলমগীর নুর, এস এম সালাউদ্দিন ও মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই