বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলছেন, চট্টগ্রামে বন্দর নিয়ে বাংলাদেশ-ভারত দুই দেশই লাভবান। একই সঙ্গে চট্টগ্রামে বন্দরের অবস্থান হওয়ায় সারা বাংলাদেশকেও তুলে ধরেছে চট্টগ্রাম। তবে বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতের মতো অটুট থাকবে।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরীফ আগমন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও স্থানীয় সাংবাদিকের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বললেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার।
তিনি আরো বলেন, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেক গভীর। বাংলাদেশ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশ আমাদের সবচেয়ে কাছের। দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সকলের কাছে বিরাজমান।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ির সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) এর যুগ্ম মহাসচিব আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বে বক্তব্য রাখে বাংলাদেশের চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি, উপজেলা নির্বাহী ককর্মকর্তা মোহাম্মদ সায়েদুল আরেফিন, উপজেলা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
উপস্থিত ছিলেন ভারতের হাই কমিশনারের সহধর্মিনী মিসেস সঙ্গীতা দোরাইস্বামী, চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশনার কার্যালয়ের দ্বিতীয় সচিব শুভাশীষ সিনহা, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন প্রমুখ। এরপর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী মাইজভান্ডার দরবার শরীফের জন্য উপহার সামগ্রী তুলে দেন এবং তিনি মাইজভান্ডার দরবার শরীফের বিভিন্ন রওজা শরীফ পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল