পরকীয়ার কারণে চট্টগ্রামের সীতাকুন্ডে খুন হয়েছে স্বামী রফিকুল ইসলাম (৪৫)। সেই খুনের মামলায় স্ত্রী বাদী হলেও দীর্ঘ তদন্তের পর অবশেষে স্ত্রীই হচ্ছেন খুনের আসামি। সোমবার সীতাকুন্ড থানায় মামলাটি দায়ের করা হয় (মামলা নম্বর: ৪৬)। এর আগে রবিবার নাটোর জেলার সিংড়া আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে রফিকুলের স্ত্রী উম্মি ছালমাকে আটক করে পিবিআই। তাকে সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়।
পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বলেন, রফিক হত্যা মামলায় তার স্ত্রীর সম্পৃক্ততা পাওয়ায় তার দায়ের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। নতুন করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর আগে রফিকুল ইসলামের স্ত্রী উম্মি ছালমা (৩০) মরদেহটি তার স্বামীর বলে শনাক্ত করার পর উম্মি ছালমা বাদী হয়ে সীতাকুন্ড থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই মো. কামাল আব্বাস বলেন, ২০১৯ সালের ৪ ডিসেম্বর সকালে সীতাকুন্ড বিএম গেইট এলাকা থেকে রফিকুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। রফিকুল ইসলামের স্ত্রী উম্মি ছালমা বাদী হয়ে সীতাকুন্ড থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সীতাকুন্ড থানা পুলিশ আট মাস তদন্ত করেও এ মামলার কোনো ক্লু বের করতে পারেনি। পরে থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে মামলাটি পিবিআই’র কাছে স্থানাস্তর হয়।
বিডি প্রতিদিন/হিমেল