নগরীর জুবিলী রোড এলাকার নির্বাচন কমিশন কার্যালয়ের পাশের একটি নির্মাণাধীন সীমানা প্রাচীর ধ্বসে মো. সালাউদ্দিন ও মো. শুক্কুর নামে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সালাউদ্দিন ঘটনাস্থলেই প্রাণ হারান। মো. শুক্কুর মারা যান চমেক হাসপাতালে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন বলেন, চট্টগ্রাম নগরীর নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে পাহাড় ঘেঁষে দেয়ালের নির্মাণ কাজ করার সময় হঠাৎ দেয়াল ধ্বসে পড়ে। এ সময় এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হন।
আহত হন আরও কয়েকজন। আহতদের মধ্যে মোহাম্মদ শুক্কুর নামে এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। সালাউদ্দিন এনায়েত বাজার রেলওয়ে হাসপাতাল কলোনিতে থাকতেন।
বিডি প্রতিদিন/আবু জাফর