চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল উল করিম চৌধুরী বলেছেন, নগর ও নাগরিক উন্নয়নই হবে আমার একমাত্র ব্রত। জীবনের শেষ প্রান্তে এসে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে মূল্যায়ন করেছেন, তার প্রতিদান আমি নগর ও নাগরিক উন্নয়নের মাধ্যমে দেব। কারণ, আমরা রাজনীতি করি মানুষের সেবার জন্য। সেবার মানসিকতা না থাকলে রাজনীতিতে আসা উচিত নয়।
শনিবার সন্ধ্যায় নগরীর মোহরা ওয়ার্ডে এক নাগরিক শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
মেয়র প্রার্থী ও নগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, চট্টগ্রাম নগরীকে নতুন করে সাজাতে হলে এবং মানুষের জন্য প্রকৃত সেবা নিশ্চিত করতে হলে অপরাপর সেবা সংস্থাগুলোর সঙ্গে নিয়মিতই সমন্বয় করতে হবে। তা না হলে নগরবাসী তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হবেন। তাই মেয়র নির্বাচিত হলে আমি সেবা সংস্থাগুলোর মধ্যে যাতে সমন্বয় থাকে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদেরও মতামত থাকে সে দিকটাকে গুরুত্ব দেব।
এদিকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে রেজাউল করিম চৌধুরী নগরীর কাজীর দেউড়ি মোড়ে নির্বাচন পরিচালনার জন্য গঠিত কেন্দ্র কমিটির সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার ক্ষেত্রে অধিক সংখ্যক ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/আবু জাফর