নগরের খুলশী থানার ডেবার পাড় এলাকায় ইভটিজিং করায় এক বখাটে যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার নাম মো. রাসেল (২৫)।
শনিবার বিকালে ডেবার পাড় কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নামে ইভটিজিং করার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক বলেন, ছদ্মবেশে ডেবার পাড় কুসুমবাগ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইভটিজিং করার সময় মো. রাসেল নামে এক বখাটেকে ধরে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিকটিমের দেওয়া তথ্যানুযায়ী ছদ্মবেশে অভিযান চালিয়ে ইভটিজারকে ইভটিজিং করার সময় হাতেনাতে ধরা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন