নগরীতে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা এবং ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গ্রেফতারকৃতরা হলেন- মো নান্নু ওরফে আলমগীর, মো রাসেল, মো ইউনুস এবং সানি হোসেন।
শনিবার রাতে নগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ সহকারি পরিচালক নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর এনায়েতবাজার এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৬৬০ পিস ইয়াবা, ৭২ বোতল ফেনসিডিল এবং ২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন