চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সুখে-দুখে মানুষের পাশে থেকে কাজ করে আসছে আওয়ামী লীগ। বিএনপি সরকার ক্ষমতায় থেকে দেশের কোন উন্নয়ন হয়নি বরং হত্যা, নির্যাতন ও জ্বালাও পোড়াও করে দেশকে আরো অস্থিতিশীল করে গড়ে তুলেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে উন্নয়নের বার্তা পৌছে দিচ্ছে ঘরে ঘরেই। বড় বড় প্রকল্প চলমানের পাশাপাশি দেশের করোনা পরিস্থিতিতেও মাঠে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ সরকার তথা দলের নেতা-কর্মীরাও।
রবিবার চট্টগ্রাম বন্দর এলাকায় শেখ কামারা স্মৃতি সংসদের উদ্যোগে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো উল্লেখ করে বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা জীবন দিয়ে বলেও মর্যাদা রক্ষা করবো। চট্টগ্রামকে সমন্বিতভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে (চসিক) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর দিন ব্যাপী নানা কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। এদের মধ্যে শেখ কামাল স্মৃতি সংসদের আলোচনা সভা ও কম্বল বিতরণ, বাকলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শফির স্মরণ সভা, ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন, ২৫নং রামপুরা ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সাথে নির্বাচনী কর্মী সভাসহ নানাবিধ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। তাছাড়া সকাল থেকেই আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর নিজ বাসভবনেও নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার